Company Description
About Bdrecycle- Digital Vangariwala
Bdrecycle-digital vangariwala is a State-of-the-art organization that provides its users to sell their household and corporate waste online and correctly get paid for it. We deliver the smartest way to people to sell your waste (Vangari) at their doorstep for offices, institutions, households and schools to dispose of their waste and further supply this waste to authorized recycling centers, confirming safety and sustainability for the environment. We are the Metal scrap recyclers near you.
বাড়ি ঘর কিংবা অফিস গুছিয়ে রাখা কিন্তু সহজ কথা নয়। প্যাকেটজাত পণ্য, প্ল্যাস্টিক আর পেট বোতলের এই যুগে ব্যাবহারের পর মোড়ক বা খালি বোতল গুলো ঝামেলাটা আরও বাড়িয়ে দেয়।তার উপর খবরের কাগজ, শপিংব্যাগ বা পলিব্যাগ, নষ্ট প্রযুক্তি পণ্য যেমন ল্যাপটপ বা মোবাইল ফোন, টিভি, নষ্ট প্ল্যাস্টিক তৈজসপত্র কিংবা আসবাব বারতি জায়গা দখল করে থাকে। এইসব বাতিল উপকরন যেমন পরিচ্ছন্নতার অন্তরায় তেমনি এগুলো ময়লার সাথে ফেলে দিলে তা পরিবেশের জন্য দীর্ঘমেয়াদী মারাত্মক হুমকি তৈরী করে। ক্ষতিগ্রস্থ হয় আমাদের মাটি ও প্রতিবেশ।
প্রচলিত ব্যবস্থায় আপনি হয়তো ভাঙ্গারিওয়ালা ডাকবেন। আপনার বাতিল উপকরন দাঁড়িপাল্লায় মেপে আপনাকে একটা দাম দিয়ে দিবে। আপনি ঠকলেন না জিতলেন নিশ্চিত হতে পারবেন না। তার থেকেও বড় ব্যাপার হলো, আপনার খালি শ্যাম্পুর কৌটা যে ভেজাল মিক্সার ভরে আবার আপনার পাশের দোকানে ফিরে আসবেনা তার গ্যারান্টি নেই। অথবা আপনার অফিসের কোন দলিল ফিরে পাবেন কাগজের ঠোঙা হিসেবে।
এই সমস্যার স্মার্ট সমাধান নিয়ে আসলো ডিজিটাল ভাঙ্গারিওয়ালা। এই অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করুন। আর এই সমস্যা থেকে চিরমুক্তি নিন।
যে সব উপকরন নেয়া হয়ঃ
ব্যবহৃত কাগজ, কার্টন, বই, যেকোনো প্ল্যাস্টিকজাত পণ্য,পেট বোতল, লোহা, তামা, পিতল সহ অন্যান্য ধাতব উপকরন, ই-বর্জ ইত্যাদি।
কিভাবে কাজ করেঃ
যখনি বাতিল উপকরন বিক্রি করতে চান, আপে লগইন করে পিক-আপ রিকোয়েস্ট দিন। আপনার সুবিধা অনুযায়ী দিন ক্ষণ ঠিক করে দিন।হালনাগাদ মূল্য তালিকা এই সাইটে দেওয়াই থাকে।আপনার রিকোয়েস্ট এর ২৪ ঘণ্টার মধ্যে উত্তর পাবেন। ইউনিফর্ম পরিহিত ও পরিচয়পত্রধারি প্রতিনিধি চলে আসবেন আপনার ঠিকানায় আপনারই বলে দেওয়া সময়ে। ডিজিটাল স্কেল-এ পরিমাপ করে পূর্বনির্ধারিত দাম পরিশোধ করে রসিদ ও সরবরাহ করা হবে।
আর ও সুবিধা হলো, এখানে আপনি চাইলে আপনার বাতিল উপকরন দাণ করতেও পারবেন। সে ক্ষেত্রে সমপরিমান টাকা বৃক্ষ রোপণে ব্যয় করা হয়।
লক্ষ্যঃ
সঠিক মূল্য ও সঠিক পরিমাপের নিশ্চয়তা। প্রশিক্ষিত লোকবল দারা পরিচালিত। উন্নত গ্রাহক সেবা। প্রযূক্তির ব্যবহারের মাধ্যমে বিশৃঙ্খল এই খাতকে সুশৃঙ্খল খাতে পরিনত করা। পুনঃব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।আমাদের দেশের উচ্চ মাত্রার দূষণ রোধ করা। ওয়েবসাইট ও অ্যাপস ব্যাবহারের মাধ্যমে রিসাইকেল প্রক্রিয়ায় অধিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।
কেন এই উদ্যোগ?
তথ্যপ্রযুক্তির যুগে সবকিছুরই ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে। তাই পরিবেশ বান্ধব ও পরিছন্ন একটা দেশ তৈরিতে অবদান রাখতে এই উদ্যোগ।
ভবিষ্যৎ পরিকল্পনা:
ডিজিটাল ভাঙ্গারিওয়ালা স্মার্ট ওয়েস্ট কালেকশন সার্ভিস হিসেবে কাজ করছে। মানে রিসাইকেল করা সম্ভব এমন উপকরন সংগ্রহ করে সেই সব ফ্যাকটরিতে বিক্রি করছে যারা বাতিল উপকরন পুনঃব্যবহার যোগ্য করে নতুন পণ্য উৎপাদন করে।
ভবিষ্যতে নিজেরাই রিসাইকিলিং প্ল্যান্ট করার লক্ষ্য নির্ধারণ করে কাজ করে যাচ্ছে যার দারা বাংলাদেশ কে একটা জিরো ওয়েস্ট ও সবুজ দেশ হিসেবে তৈরি করআ যায়।
Member Information
Business Type | : |
|
Founded in | : | 1918 |
Employees | : | 11-50 |
Member Since | : | 15 Jun 2020 |
Membership Type | : | Free Member |
Business Category | : | Rubber & Plastic Products |
Company Overview
- Trading
- Service Provider